Donations are essential to keep Write Out Loud going    

kings of leon এর use somebody শুনতে শুনতে আর জী. দা.'র নির্জন স্বাক্ষর পড়তে পড়তে এই বন্দেগী

entry picture

এমনিই ঘুরতে ফিরতে ছিলাম

কি একটা ঘটনা 

কি একটা যে পেরেশানি হলো

আগের সকল চিনচিনে না পাওয়া— এগুলি কোন ব্যাপারই না 

এক তুড়ির নিমেষে তারা তুচ্ছ একটা ঘটনা হয়ে গ্যালো

তুচ্ছ একটা যেনতেন ঘটনা—

আগের সকল বেদনা, বেদনার কারিতাস— 

এখন একটা রুমালের মতন ভলিউমে এরা পকেটে পড়ে আছে

 

একটা আদুরে বিড়ালের মতন লাফ দিয়ে নতুন প্রেম এলো কোলে

শীতের সকালের মিষ্টি রোদ মাখা তার গায়ে

 

একটা আদুরে বিড়ালের মতন লাফ দিয়ে নতুন প্রেম এলো কোলে

শীতের সকালের মিষ্টি রোদ মাখা তার গায়ে

 

পায়ে পায়ে এমন তো কতদিনই গ্যাছে

খুবই অভ্যস্ত এগুলা

এমন সব রঙ্গিলা ঘনঘটা 

যে নাগালই পাইতেছি না

কোন একটা মানুষকে ভালবেসে দু' চারটা কথা বলব

এরকম কত মুখ যে পাত্তাই দিল না

দূর থেকে তাকায় থাকা ছাড়া 

আর যে কোন কিছুই তখন করা উচিৎ ছিল আসলে হা! হা!

অবশ্য তুমি ত জানো সবই

তুমিই ত সব জানো আমার ভেতরের হালচাল

শুধু তোমার নজর জানে না বোধ হয়..

 

এখন প্রত্যেকদিন—

কিছুই তো করা হয় না আসলে 

তাও প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে মনে হয় যেন 

কি একটা যুদ্ধ করে ফিরলাম

কি একটা মিছামিছি ক্লান্তি—

তুমিও হয়ত তখন কিছু একটা পড়তে পড়তে ঘুমায় যাচ্ছ

(আমি বেনামে খালি তোমার ছবি দেখি সামাজিকে)

এই ক্লান্তি মিছা নাকি নকল বেদনা 

তা আমি জানি না কিন্তু একথা সত্যিই

ঘুমের আগে আগে এখন শুধু বুকের ভেতর দিরিম দিরিম বাজনা বাজে

মনে হয় আমি ত সেই বিপ্লবী_কবি যার জন্য সমন জারি করে নিয়ে আসছে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী— ঘুম থেকে ডেকে তুলে নিয়ে যাবে খালি

 

বিপ্লব না হোক তোমার নজর—

শুধু তোমার নজর পাবার উছিলায়

একটা ছোটখাট প্রতিবাদী স্ট্যাটাস 

আমার তো লিখতেই হবে

একটা বুদ্ধিদীপ্ত প্রতিবাদী স্ট্যাটাস আমি ত লিখবই

তোমার নেক নজরের সুরমা—

তোমার চোখের কাজল, তারা— 

তারা— আমাকে চিনে নিবে 

এই বন্দেগীতে..

 

আর আমাদের কোন দেখা-সাক্ষাৎ, কথা কিছুই নাই যদি হয়

হায় আল্লা আমি ত মরে যাব।

 

ওফ, নক্ষত্রও যেমন মরে যায় হাহ্হা!

 

ওফ, আকাশ ছড়ায়ে আছে

নীল হয়ে আকাশে আকাশে তোমার পায়ের নীচে—

 

তোমার চলন্ত আকাশ—আলো—জীবনের ধার

তারা ধ’রে রাখবে তোমাকে এই অগাধ পৃথিবীর ’পরে;

যেমন— ঘাসের বুকের 'পরে শিশিরের জল

আর আমার সকল গান 

এই ঘুরে ফিরে

 

শুধু তোমারে লক্ষ্য করে—

 

◄ *

২৭ ডিসেম্বর দুই হাজার আঠারো ►

Comments

No comments posted yet.

If you wish to post a comment you must login.

This site uses cookies. By continuing to browse, you are agreeing to our use of cookies.

Find out more Hide this message