The Echoes poetry competition to celebrate Write Out Loud's 20th anniversary is now open.  Judged by Neil Astley.

Competition closes in 7 days, 8 hours. Get details and Enter.

*

entry picture

বিরতি বিরতি বিরতি

চিরুনি হাতে নিয়ে সিলোয়েট বসে আছে

নড়ে উঠে যখন- সরে যায় তো,

একটু একটু করে নড়ে নড়ে চুল আচড়ায়।

ভঙ্গিমা হয়ে থাকে—

একটি মেয়ে মানুষের-

সিলোয়েট।

মেয়েটি চলে যায়, উঠে- আয়নার কাছ থেকে।

চিরুনিতে- লেগে আছে দুইটি পাঁচটি চুল- চুলের উপাত্ত

ঝরা, ঘ্রাণ ঝরা, ঝাপসা হয়ে আসে আলো অন্ধকারের কাছে—

অন্ধকার আলো ও আলোর উৎসকে নিয়ে ট্রল করে

কিছু মুর্ছনা তাও হয়

বিরতি বিরতি বি-রতি

গলায় খুশখুশ- কাশি হয়- জমাট, জমাট চুলকায়, গরম পানি সেখানে ঢেলেছে,

আরাম যায় তো গল গল

প্রাণ- থৈ থৈ করে— ঠান্ডা জলের কথা ভেবে

দম- আটকা আটকা, তাই থাকে— ক-দম ফেলেছে হাহা ও হিহি,

এক দম-পতি ও তাদের দম্পতি ছায়া, হাহা ও হিহি,

ফোনে, পাতাবাহার, কাজের কথার ছল তাই যেন কম কম পরস্পর,

ছাদে যায়, সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যার আগে আগে, হাটে, হাটাহাটি,

করে যেমনটি মেয়েটি ও মেয়েটির সিলোয়েট

সন্ধ্যার একটু আগে আসে আকাশে,

ছাদের কাছে— ছাদে— আকাশে বাদুর, উড়ে যায় দু একটি সিলোয়েট-

পাখনায়- মনে টাইম টেবিল, ট্র্যাকার,

বিরতি বিরতি বিরতি।

বাতি জ্বলে- উঠে, এক এক, তথ্য ও প্রযুক্তি, তারা,

মেঘেদের কোল ছেড়ে কনে যায়- দেখা আলো না দেখা রূপ এর কাছে যায়,

সংসার- বিপদ সীমার ধারণা নিয়ে- নিচে, আযান,

মেয়েটির চুলগুলি খোপা হয়ে ছিল মেয়েটির সাথে সাথে,

মেয়েটি যায়, টুকরো বাতাস লাগিয়ে সবাই চলে গ্যাছে। মেয়েটিও। বিরতি।

ভঙ্গিমা তোলা আছে। দূর দৃষ্টি আসে, অল্প অল্প।

বিরতি বিরতি, বিরতি

◄ কিরি কিরি

kings of leon এর use somebody শুনতে শুনতে আর জী. দা.'র নির্জন স্বাক্ষর পড়তে পড়তে এই বন্দেগী ►

Comments

No comments posted yet.

If you wish to post a comment you must login.

This site uses only functional cookies that are essential to the operation of the site. We do not use cookies related to advertising or tracking. By continuing to browse, you are agreeing to our use of cookies.

Find out more Hide this message