*
বিরতি বিরতি বিরতি
চিরুনি হাতে নিয়ে সিলোয়েট বসে আছে
নড়ে উঠে যখন- সরে যায় তো,
একটু একটু করে নড়ে নড়ে চুল আচড়ায়।
ভঙ্গিমা হয়ে থাকে—
একটি মেয়ে মানুষের-
সিলোয়েট।
মেয়েটি চলে যায়, উঠে- আয়নার কাছ থেকে।
চিরুনিতে- লেগে আছে দুইটি পাঁচটি চুল- চুলের উপাত্ত
ঝরা, ঘ্রাণ ঝরা, ঝাপসা হয়ে আসে আলো অন্ধকারের কাছে—
অন্ধকার আলো ও আলোর উৎসকে নিয়ে ট্রল করে
কিছু মুর্ছনা তাও হয়
বিরতি বিরতি বি-রতি
গলায় খুশখুশ- কাশি হয়- জমাট, জমাট চুলকায়, গরম পানি সেখানে ঢেলেছে,
আরাম যায় তো গল গল
প্রাণ- থৈ থৈ করে— ঠান্ডা জলের কথা ভেবে
দম- আটকা আটকা, তাই থাকে— ক-দম ফেলেছে হাহা ও হিহি,
এক দম-পতি ও তাদের দম্পতি ছায়া, হাহা ও হিহি,
ফোনে, পাতাবাহার, কাজের কথার ছল তাই যেন কম কম পরস্পর,
ছাদে যায়, সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যার আগে আগে, হাটে, হাটাহাটি,
করে যেমনটি মেয়েটি ও মেয়েটির সিলোয়েট
সন্ধ্যার একটু আগে আসে আকাশে,
ছাদের কাছে— ছাদে— আকাশে বাদুর, উড়ে যায় দু একটি সিলোয়েট-
পাখনায়- মনে টাইম টেবিল, ট্র্যাকার,
বিরতি বিরতি বিরতি।
বাতি জ্বলে- উঠে, এক এক, তথ্য ও প্রযুক্তি, তারা,
মেঘেদের কোল ছেড়ে কনে যায়- দেখা আলো না দেখা রূপ এর কাছে যায়,
সংসার- বিপদ সীমার ধারণা নিয়ে- নিচে, আযান,
মেয়েটির চুলগুলি খোপা হয়ে ছিল মেয়েটির সাথে সাথে,
মেয়েটি যায়, টুকরো বাতাস লাগিয়ে সবাই চলে গ্যাছে। মেয়েটিও। বিরতি।
ভঙ্গিমা তোলা আছে। দূর দৃষ্টি আসে, অল্প অল্প।
বিরতি বিরতি, বিরতি