লস্ট ইন ট্রান্সলেশন
সবারই তো মনে মনে ব্যবসা
কত না গোয়া মারে মনে মনে
সকলই সকলকে
হায় হাছান হায় হোছেন
জান ফেটে তো বাহির হয়া যাইতেছে সব-
মেধা আর প্রেম
হালে পানি নাই-
পানি নিয়ে ভাবনার গোলটেবিলে
নিজের সঙ্গে নিজেই খেলে ফেলতেছি কয়েক দান
রক পেপার সিজার্স
আর তুমি মিয়া মিটিমিটি খালি শীষ দাও,
একেলা গুনগুনাও লিউনার্ড কোহেন
হায় সম্ভাবনা_ তোমাকে হাতখরচ করে ফেলতেছি
জল রঙের মত(ন) রঙ তুমি
কিন্তু দেখ রঙও উইঠা যায়
মন- সেও তো তাই
দীঘির থেকে উঠবে যদি জলকুমারী
একটা কয়োটা ক্যারোলিনা চালায়া
সেও যেন যাইতেছে কই
পাহাড় ডিঙায়ে দূরদেশ, বন্ধুরাষ্ট্র নাকি ?
অথচ কত কথা আমাদের
পেটে আর ইনবক্সে..
তোমাকেই লিখে দেখাব এসব কথা-
দুরহ ব্যাপার..
ঠোটের আগায় ঝুলে থাকা বিড়বিড় জিঙ্গাস্য জড়তায়
চাইলেই তো সব আর বলে ফেলা যায় না..
এ ফ্রেঞ্চ ফুল মুভি উইথ ইংলিশ সাবটাইটেলে
তোমাকে তো দেখি ব্রো
পেখম মেলে বসে থাক
গিরিবাজ অস্থির রূপবান।
একবার বলে ফেললেই কথারা_মানে বদলাবে বারবার
আমাদের ডিম ভাজি করে খাবে
লকলকে জিবওয়ালা ট্যুর প্রিয় সেয়ানা পিয়ার গ্রুপ
অর্ধেক চাঁদনী-
সেও কেঁটে যাবে
খন্ড কালো কিছু কমা আরও সন্দিহান_কিছু
প্রশ্নবোধকের ভীড়ে
নিজেকে আবিষ্কারের ভয়
ভাঙা কাঁচের গুড়ার মতন বেকায়দার
অনামি কুসুম ঘোরাফেরা করছে রক্তে-
আক্রান্ত হইবার সাঁধ বেজার(য়)..
<Deleted User> (19421)
Thu 19th Jul 2018 11:32
I have no idea what it says - but it looks great!!!
DJB