সু সা, আপনাকে-
মুখেতে আপনার কাহিনী লেগে আছে
সর্বদা ভ্রমণে থাকেন, পর্যটনের গাড়ি?
মন আর ভৌত বিঙ্গানে আপনার কাছাকাছি
আমি যে আছি এর কোন প্রমাণ তর্ক নাই
একসাথে একাধিক চলিতেছে রিয়েলিটি শো
পাসিং শটে আপনার সাইড টক আড় চোখে শোনা যায়
অনেক দূরে তরুণ শিক্ষক ক্লাস রোল ডাকে ছেয়ানব্বই, তেরানব্বই..
এরা যে কিসের এত বৈশিষ্ট্য পড়ায়
আপনি মিড নাইট ইন প্যারিস দেখবেন? চৌকষ
পড়ুয়া সহপাঠী যারে আপনি পেনড্রাইভ দিবেন
বলতেছেন, যথেষ্ট সংশয় আছে উডি
এলেনের ছবি না হলে আপনারে কী এইভাবে
ফুসলাইতো? আমি হইলে বলতাম 'খসরু প্লাস ময়না'
দেখছেন নাকি? ছবির দেশ কবিতার দেশ একটা
প্রপঞ্চ; এই ছেলে তার প্রেমিকার কাছে গিয়া তত্ব
দিয়ে খন্ডাবে উপনিবেশিক সৌগন্ধ। নারীরে যে সবাই
মোহিত করতে চায়। আপনার সাথে বর্তমানেই-
আপনি নাকফুলে সুন্দর।
গুরুতর লেকচার তবু তুলে যান
কাঠবেলী চাহনীতে পেছনে তাকান মাঝেমাঝে
মাঝেমাঝে ঘুমায় পড়েন
আপনার বাসা অনেক দূরে?
শুরু হইলে ক্লাস আবার যে অলোক জাগরণ
আপনার
পেছন থেকে আমার কী মনে লাগে জানেন?
গতিজড়তায় দুলে দুলে সন্মোহ অবসন্নতা
আপনেরে যেন টান দিয়ে নিয়ে যাইতেছে কই
সময়ের গোপন কূয়ায়
আপনি যায়েন না
এই দুলুনি অতীত ডাইকা নিয়ে আসে?
শিশুগাছ-আকাশমনির কোন পাড় থেকে মিঠে রোদ
আর তিরতিরে জলশ্বাস তোমার শরীরে ঘেষে-
আপনে চোখ মেলে তাকাইলেন
শচীন কর্তার গান বাজতেছে
সওজের ছুটন্ত মহাসড়কে এইত সন্ধ্যা হল;
সামনে বাওসি বাজার।
পান চাবায়া চাবায়া দ্বিরুক্তির ঠোঁটে জন্মদিনের ট্রিট
দিতে বলতেছেন বান্ধবীরে;
এসবের মাঝে বসে মেরুদন্ডের কৌতুকে খালি
ভাবি
কথা কব-
সুধাছায়া এক দিনে
আমাদের সহপাঠ আরও ঘন আচরণ-এর ফিউশন
পাবে।
elPintor
Sat 4th Mar 2017 02:06
I once read that writing poetry in translation is like taking a shower with your clothes on...
elP