এক ধরণের সমকালীন কবিতা
মানুষের আশেপিঠে নেমে আসা তারার দিনের পোকা
ছিড়ে দাও শ্যামাফুল
বিজলিকে কবুল-
ঘুমের ভেতর ভোতা ছুড়ি হাতে পায়চারী করা খিটখিটে মনোলোভাতুর
আঁচল খুঁজতে ফালি আর ফালি খুবলায় নিজেরে মগজ-বুক
সে যেন্ না পায় টের
সাবধানে তোমার ঝিঁঝিঁর টোকাটি দাও
ফের যাও দুষ্পাঠ্য গোপন
সন্ধ্যার সাগর
কোন শুকনা হাসির দেশে গিয়া না আবার কবে মর
জন অরণ্যের এরম সাফারিপার্কে তবু অলক্ষে প্রাণে
নেমে আসো..