ঈদ মোবারক
এই শুয়োপোকা কাল..
রক্ত জবার ক্ষত জাগা প্রাণে
তোমার আমার বাড়িঅলার এহেন নিও নিও ফন্দি-
আসলে তো ফারাকের..
তথ্য আর অবগতির এই উপকূল উপদ্রুত সিভিলিয়ান অঞ্চল
খামারে_ বাসনার বিবিধ বেলুন, ক্লেদ, বুদবুদ..
পলক হাওয়ায় সহসা পাওয়া কোন নাম আর কেবলই
হারায়ে ফেলা দোনামনা মন যে গ্যাছে বুঝি মেঘের
বাড়িতে নাকি? ছেড়া স্যান্ডেল.. খুদে বার্তা- পাঠায়া
রাষ্ট্র জানাইতেছে ডিয়ার সাব্সক্রাইবার,
সে বাড়ির নাই (ভুল) ঠিকানা..
লোহুর মহিমা তাগুদ.. অজানা লাল সুড়কির দেশ
থেকে নেমে আসা তোমার মিথ..
মিথেরা কাতার সোজা করতেছে, হুঁশ!
তোমার আমার চৈতন্যের কাঁটাতার নজরদারির টহল চৌকি বেড়া ডিঙায়া
বাসনার বেয়ারা বাইসন ঢুকে পড়তেছে.. এই
মেনিফেস্টো দোহাই নিয়ে আমরা আমাদের অবুঝ,
কাউকে চোদ না তুমি তোমাকে চোদে না কেউ বলে
নিজেরা নিজেদের কাছে (দূরে) অধুনা উত্তরাধুনিক শরনার্থী সেজে ঘুরতেছি..
ধর্ষণ আর গণহত্যার নিস্তরঙ্গতায়_
মাংস দিয়ে ভাত খায়া মম চিত্তে গীতিনৃত্যে
ঘড়ির কাঁটার দিকে মাথা আর বিপরীতে মন রেখে
উদযাপন করতেছি বিসর্জন-
আযহা
তোমার ঈদ ।।
''তাক্বাব্বাল্লাহু মিন্না ওয়ামিনকা সালিহাল আ'মাল''